পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে অবশেষে মারা গেলেন পাঁচ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী ফাতেমা বেগম (২০)।
বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থেকে রোববার দিবাগত রাত ১টায় তিনি মারা যান।
ফাতেমার স্বজনরা জানান, ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচের কাঠি জ্বালিয়ে ফাতেমার পড়নের ম্যাক্সিতে আগুন লাগিয়ে দেয় স্বামী ছোবাহান গাজী। ফাতেমা দ্বগ্ধ হয়ে চিৎকার করলে পালিয়ে যান ছোবাহান।
প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফাতেমাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। এতে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ হাসপাতালে গিয়ে ফাতেমার সঙ্গে কথা বলে অভিযুক্ত স্বামী ছোবাহান গাজীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
জেএইচ